বড় অকৈতব কথারে ওরে ছিদাম সখা

বড় অকৈতব কথারে
ওরে ছিদাম সখা।
ষড়ৈশ্যয্য ত্যাজ্য করে
ধূলায় অঙ্গ মাখা।।

ব্রজপুরে নন্দের ঘরে
ছিলামরে ভাই কারাগারে
তাইতে আমি এলাম ছেড়ে
নদীয়ায় এসে দেখা।।

অগোর চন্দন এখন
সব দিয়েছি রাধার কারণ
এই অঙ্গ সেই অঙ্গের জীবন
আছে চন্দ্রমুখী।।

রাধার প্রেমের ঋণের কাঙ্গাল
বৃন্দাবন ত্যাগ করে নন্দলাল
মনের দুঃখে বলছে লালন
আমার কেবল রফা।।

(কৃষ্ণলীলা)

অকৈতর: কঙ্কা, বলা মত।
সড়ৈশ: ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য