বসতবাড়ির ঝগড়া কেজোই

বসতবাড়ির ঝগড়া কেজোই
আমার তো কই মিটলো না।।

কার গোয়ালে কে ধূমা দেয়
সব দেখি তা না না না।।

ঘরের চোরে ঘর মারে যার
বসতের সুখ হয় কিসে তার
ভুতের কীর্তি যেমন প্রকার
তেমনি তাঁর বসতখানা।।

দেখে শুনে আত্ম কলহ
বাড়ির কর্তাব্যক্তি হত হলো
সাক্ষাতে ধন চোরে গেলো
এ লজ্জা তো যাবে না।।

সর্বজয় হাকিমের তরে
আর্জি করি বারে বারে
লালন বলে আমার পানে
একবার ফিরে চাইলো না।।

(সাধকদেশ)