চাঁদ চকোরে রঙমহল ঘরে

চাঁদ চকোরে রঙমহল ঘরে
থেকে থেকে ঝলক দিচ্ছে সদাই।
দেখলে সেই চাঁদ সফল হয় নয়ন
আত্মতত্ত্ব ঢুঁড়ে দেখ হৃদয়।।

তিথি যোগ ধরে মাস অন্তে
যুগল মিলন হয় চাঁদে চাঁদে
তাহে আভরণ, সুধা বরিষণ
ক্ষুধা নিবারণ হয় সে সুধায়।।

মণিমহলে যে লীলাখেলা
বলিতে আকুল হই না যায় বলা
অরসিক জনে ফল কি তা জানে
মণিচন্দ্র স্বর্ণচন্দ্র উদয়।।

আত্মতত্ত্বে যার পড়েছে নজর
পাতালে পায় আসমানী খবর
সিরাজ সাঁই বলে, আপন ঘর ভুলে
লালন ভেড়ে কেন দেশ-বিদেশ ধায়।।

(সাধকদেশ)

আসমানী খবর: অসীম মনোলোকের খবর।