চেনে না যশোদা রাণী।
গোপাল কি সামান্য ছেলে
ধ্যানে যারে পায় না মুনি।।
একদিন চরণ ঘেমেছিল
তাইতে মন্দাকিনী হলো
পাপহরা সুশীতল
সে মধুর চরণ দুখানি।।
বিরিঞ্চি বঞ্চিত সে ধন।
মানুষরূপে এই বৃন্দাবন
জানে যতো রসিক সুজন
সে কালার গুণবাখানি।।
দেবের দুর্লভ গোপাল
ব্রহ্মা যার হরিল গোপাল
লালন বলে সেই গোপাল
কীর্তি করলে শুনি।।
(কৃষ্ণলীলা)