চেতন ভুবনে সাধ্য কে জানে
তলে আসে তলে বসে
এমন কে তাঁরে চেনে।।
চেতন ঘরে হলো চুরি
সে চোর কি আর ধরতে পারি
লাম আলিফ যাঁর নাম করি
দ্বিদলে সে রয় নির্জনে।।
আউয়ালে যে হয়, সে জানতে পায়
নইলে তার ভজন কাটা যায়
হামিমে যাঁর গোসল নাই
তাঁর সাক্ষী তিনজনে।।
আউয়ালে মোর আল্লাগনি
দুয়মে আহামদ শুনি
লালন বস্তু ভিখারী
তাঁরে পাব কোন্ গুণে।।
(সাধকদেশ)
হামিম: নরকের ঘোলাপানি, বীর্য