চিনি হওয়া মজা কি খাওয়া মজা

চিনি হওয়া মজা কি খাওয়া মজা।।
দেখ দেখি মন কোনটি মজা।

সাষ্টি, সারূপ্য, সামীপ্য, শান্তি
সালোক্য, সাযুজ্য মুক্তি
বলছে যা
যদি এবার মুক্তি পাই।
ভারা হয়ে রয়
যমের প্রজা।

নির্বান মুক্তি সেধে যে তো
জানা যায় সে চিনি মতো
মুক্তি কি খাওয়া চিনি হাওয়া;
কীভাবে তাতে যায়
সুখদুখ বোঝা।।

সমঝে ভবে করো সাধন
যাতে মেলে গুরুর চরণ
অটল ধ্বজা;
সিরাজ সাঁই কয় কারণ
শোনরে অবোধ লালন
ছাড়ো জল সেচা।।

(সাধকদেশ)

সাষ্টি, সারূপ্য, সামীপ্য, সালোক্য ও সায়ুজা: পাঁচ প্রকার মুক্তির স্তর।
নির্বাণ: দেহমনের বন্ধন থেকে চিরমুক্তি, দুঃখ জ্বালাখেদ যাঁর মনে নিবারণ হয়ে গেছে।