চরণ পাই যেন অন্তিমকালে

চরণ পাই যেন অন্তিমকালে।
ফেলো না দূরে অধম বলে।।

সাধনে পাবো চরণ তোমার
সে ক্ষমতা নাইগো আমার
দয়াল নাম নিয়ে আশায়
চেয়ে আছি অধীন কাঙ্গালে।।

জগাই মাধাই পাপী ছিলো
কাদা ফেলে গায় মারিল
তাহে প্রভুর দয়া হলো
দয়া করো সেই হালে।।

ভারত পুরাণেতে শুনি
পতিতপাবন নামের ধ্বনি
লালন বলে সত্য জানি
আমারে চরণ দিলে।।

(প্রবর্তদেশ)