ডাকোরে মন আমার হক নাম আল্লা বলে

ডাকোরে মন আমার হক নাম আল্লা বলে।
মনে ভেবে বুঝে দেখো,
সকলি না হক
হক নাম আল্লার নামটি তাও ভুলিলে।।

ভরসা নাই এ জিন্দগানি
যেমন পদ্মপাতার পানি
পড়িবে টলে;
তেমনি কায় প্রাণেতে ভাই
আখের সুবাদ নাই
ক্ষণেক পক্ষী যেমন থাকে বৃক্ষডালে।।

ভবের ভাই বন্ধু যারা
বিপদ দেখিয়ে তারা
ছেড়ে পালাবে;
সেদিন কোঠা বালাঘর কোথা রবে কার
হক নাম হক তাই কেবল সঙ্গে চলে।।

অকাজে দিন হলারে সাম,
কবে নিবা সই আল্লার নাম
ভবের বাজার ভাঙ্গিলে,
এবার পেয়েছরে মন দুর্লভ জনম
লালন বলে এ জনম যায় বিফলে।।

(প্রবর্তদেশ)

জিন্দগানি: জীবনকাল।
শাম: সন্ধ্যাবেলা।