দেখ না মন ঝাকমারী এই দুনিয়াদারী।
পরিয়ে কোপনি পুজা মজা উড়ালো ফকিরী।।
বড়ো আশার বাসা এ ঘর
পড়ে রবে কোথারে কার
ঠিক নাই তারি,
পিছে পিছে ঘুরছ শমন
কোন্দিন হাতে দেবে ডুরি।।
বড়ো দরদের ভাই বন্ধুজনা
ম’লে সঙ্গে কেউ যাবে না
মন তোমারই,
খালি হাতে একা পথে
বিদায় করে দেবে তোরি।।
যা করো তাই কররে মন
পিছের কথা রেখো স্মরণ
বরাবরই,
দরবেশ সিরাজ সাঁই কয় শোন্রে লালন
হোসনে কারো ইন্তেজারী।।
(স্থূলদেশ)
কোপনী ধ্বজ্জা: বস্ত্রাবরণ ও চিহ্নবাহক দণ্ড।
ইন্তেজারী: অপেক্ষা, দাসত্ব, নির্ভরতা।