দেখো না আপন দেল মন ঢুঁড়ে

দেখো না আপন দেল মন ঢুঁড়ে।
দীন দুনিয়ার মালিক সে যে আছে ধড়ে।।

আপনি ঘর সে আপনি ঘরী
আপনি করে চৌকিদারী
আপনি সে করে চুরি
আপন ঘরে।।

আপনি ফানা আপনি ফকির
আপনি করে আপনার জিকির
বুঝবে কেরে আলেক ফিকির
বেদভাষা পড়ে।।

নানা ছলে নানান মায়ায়
আমি আমি শব্দ কে কয়
লালন কয় ছন্দি যে পায়
ঘোর যায় ছেড়ে।।

(সাধকদেশ)