দেখোরে আমার রসুল যার

দেখোরে আমার রসুল যাঁর
কাণ্ডারী এইভবে।
ভবনদীর তুফানে তাঁর কি
নৌকা ডোবে।।

ভুলো না মন কারো ধোঁকায়
চড়ো সে তরিকার নৌকায়
বিষম ঘোর তুফানের দায়
বাঁচবি তবে।।

তরিকার নৌকাখানি
ইশ্‌ক নাম তাঁর বলে শুনি
বিনে বাওয়ায় চলছে অমনি
রাত্রদিবে।।
সেই নৌকাতে যে না চড়ি
কেমনে দিব ভব পাড়ি
লালন বলে এহি ধরি
দেখো মন ভেবে।।

(রসুলতত্ত্ব)