ধন্যরে রূপ সনাতন জগত মাঝে

ধন্যরে রূপ সনাতন জগত মাঝে।
উজিরানা ত্যাজিয়ে সে না
কোপনী সার করেছে।।

শাল দোশালা ত্যাজিয়ে সনাতন
কোপনী ক্যাঁথা করিল ধারণ
অন্ন বিনে শাক সেবনে
জীবন রক্ষা করিয়েছে।।

সে ছাড়িয়ে লোকের আলাপন
একা প্রাণী বনপথে গমন
বনপশুকে শুধায় ডেকে
কোনো পথে যায় ব্রজে।।

সে হা হা প্রভু বলিয়ে আকুল হয়
অমনি অঘাটে অপথে পড়ে রয়
লালন বলে এমনি হালে
গুরুর দয়া হয়েছে।।

(নিমাইলীলা)

কর – নারকেলের মালা।