ঢোঁড় আজাজিল রেখেছে সেজদা
বাকি কোনখানে।
কববারে মন করো সেজদা
সেই জায়গা চিনে।।
জগত জুড়ে করিল সেজদা
তবু ঘটলো দুরবস্থা
ইমান না হইল পোস্তা
থোড়াই জমিনে।।
এমনি মহোত্ম সে জায়গায়
সেজদা দিলে মকবুল হয়
আজাজিলের বিশ্বাস নয়
লানত সেই জন্যে।।
আজাজিলের সেজদার উপর
সেজদা দিলে কি ফল হয় তার
লালন বলে এহি বিচার
ত্বরায় লও জেনে।।
(প্রবর্তদেশ)
আজাজিল: ‘আমি ও আমার’ এ রকম মনোভাবের অভিব্যক্তি।
সেজদা: স্কুল আমিত্বের বন্ধনমুক্ত মানসিক অবস্থা।
ইমান: বিশ্বাস, সম্যক গুরুর প্রতি অন্ধবিশ্বাস।
পোস্তা: দৃঢ়, সুকঠিন, মজবুত।