ধরাতে সাঁই সৃষ্টি করে

ধরাতে সাঁই সৃষ্টি করে
আছে নিগুমে বসে।
কী দিব তুলনা তাঁরে
তার তুলনা সে।।

স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ নপুংসক
এ তিনভাবে না হবে ভাবুক
ত্রিভুবন যাঁর, লোমকূপে তাঁর
কর দিশে।।

কীরূপে নিরাকার হলো
ডিম্বরূপে কে ভাসিল
সে অম্বেষণ, জানে যে জন
যায় সে দেশে।।

বেদ পড়ে ভেদ পেত যদি সবে
গুরুর গৌরব থাকত না ভবে
দরবেশ সিরাজ সাঁই কয় দেখরে লালন
কী হয় কিসে।।

(সাধকদেশ)