ধরগে ধর সখি
আজ আমার কী হলো।
আমার প্রাণ যেন কেমন করে উঠল।।
আমি কেন আসিলাম যমুনার ঘাটে
ঐ কালারূপ দেখলাম গো তটে
আমার কাঁখের কলসী কাঁখে রইলো
দু নয়নের জলে কলসি ভরে গেলো।।
ও কালার উরু বাঁকা ভুরু বাঁকা
ময়ূরপঙ্খী নাও উড়ায় প্রাণসখা
তাতে আছে আমার নাম লেখা
আমি কেন পাই না দেখা সখিরে বলো।।
আমায় দংশিল গৌরাঙ্গ ফণি
বিষ নামে না ও সজনী
দেহ বিষে জর্জর প্রাণ কাঁপে থরথর
লালন বলে বিষে অঙ্গ হলো কালো।।
(কৃষ্ণলীলা)