ধরোরে অধরচাঁদেরে অধরে অধর দিয়ে

ধরোরে অধর চাঁদেরে অধরে অধর দিয়ে।
ক্ষীরোদ মৈথুনের ধারা, ধরোরে রসিক নাগরা
যে রসেতে অধর ধরা, থেকো সচৈতন্য হয়ে।।

অরসিকের ভোলে ভুলে, ডুবিসনে কূপনদীর জলে
কারণ বারির মধ্যস্থলে, ফুটেছে ফুল অচিন দলে
চাঁদ চকোরা তাহে খেলে, প্রেমবাণে প্রকাশিয়ে।।

নিত্য ভেবে নিত্যে থেকো, লীলার বশে যেও নাকো
সে দেশেতে মহাপ্রলয়, মায়েতে পুত্র ধরে খায়
ভেবে বুঝে দেখে মনরায়, সে দেশে তোর কাজ কি যেয়ে।।

পঞ্চবাণের ছিলে কেটে, প্রেম যাজো স্বরূপের হাটে
সিরাজ সাঁই বলেরে লালন, বৈদিক বানে করিসনে রণ
বান হারায়ে পড়বি তখন রণখোলাতে হুবড়ি খেয়ে।।

(সিদ্ধিদেশ)

অধর চাঁদ: আপনদেহে গুপ্ত চন্দ্ররূপে বিরাজমান গুরুসত্তা।
পঞ্চবাণ: মদন, মাদন, শোষণ, স্তম্ভন ও মোহন।