দিবানিশি থাকোরে সব বা-হুঁশারী

দিবানিশি থাকোরে সব বা-হুঁশারী
রসুল বলে এ দুনিয়া মিছে ঝাকমারী।।

পড়িলে আউজুবিল্লা
দূরে যায় কি লানতুল্লা
মুর্শিদরূপ যে করে হিল্লা
শংকা যায় তারই।।

অসৎ অভক্তজনা
তারে গুপ্তভেদ বলো না
বলিলেও সে মানিবে না
করবে অহংকারী।।

জাহের কথা সব সফিনায়
গুপ্তভেদ সব দিলাম সিনায়
এমনি মতন তোমরা সবাই
দিও সবারই।।

খলিফা আউলিয়া রইলে
যে যা বোঝো দিও বলে
লালন বলে রসুলের এই
নসিহত জারী।।

(স্থূলদেশ)

আউজুবিল্লা: আমি আল্লাহর আশ্রয় সন্ধান করি প্রস্তারাহত বা বিচূর্ণিত শয়তান হতে।
অর্থাৎ মানবীয় আমিত্ব অর্থাৎ বিষয়রাশির উপর নির্ভরতা ত্যাগ করে সম্যক গুরুরূপে একজন সামাদ আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করা।
লানতুল্লা: অভিশপ্ত অবস্থা, অপবিত্র দশা।
সফিনা: প্রকাশ্য, মূর্তরূপ, দেহ।
সিনা: অপ্রকাশ্য, গুরূপ, মনোজগত, ভাবজগত।
নসিহত: পরামর্শ, উপদেশ, পথ নির্দেশ।