দীনের নবি মুরিদ কোন ঘরে

দীনের নবি মুরিদ কোন ঘরে।
কোন্‌ কোন্‌ চার ইয়ার এসে
চাঁদোয়া ধরে।।

উতরিল তাঁর কোন্‌ পেয়ালা
জানিতে উচিৎ হয় নিরালা
অরুণ বরুণ জ্যোতির মালা
কোন যোগে কোন্ সাধন করে।।

যাঁর কলেমা দীন দুনিয়ায়
সে মুরিদ হয় কোন্‌ কলেমায়
লেহাজ করে দেখ মনরায়
মুর্শিদতত্ত্ব অথৈ গভীরে।।

ময়ূরাময়ূরী লীলে
কোন যোগে প্রকাশ করিলে
সিরাজ সাঁই ইশারায় বলে
লালন ঘুরে বেড়ায় বুদ্ধির ফ্যারে।।

(নবিতত্ত্ব)