দয়াল তোমার নাম নিয়ে

দয়াল তোমার নাম নিয়ে
তরণী ভাসাইলাম যমুনায়।
তুমি খোদার নাবিক, পারের মালিক
সে আশায় চড়িয়াছি আজ নায়।।

চিরদিন কাণ্ডারী হয়ে
কতো তরী বেড়াও বয়ে
আমার জীর্ণ তরী রেখো যতনে
যদি তোমার মনে লয়।।

দাঁড়ি মাঝির কুমন্ত্রণায়
পড়েছি কতোবার ঘোরায়
এবার সুযোগ পেয়ে তাই
সব সপিলাম তোমার পায়।।

ভাবের হাটে লাভের আশে
থাকবো না আর পারে বসে
মন গিয়াছে উর্ধ্বদেশে
লালন বলে তাই আছি সে আশায়।।

(সাধকদেশ)