ফানা ফিল্লায় মোশাহেদায় মশ্‌গুল রয়

ফানা ফিল্লায় মোশাহেদায় মশ্‌গুল রয়।
মোরাকাবায় দাখিল হলে
ইরফানি কোরান তাঁরে শোনায়।।

আবির কুবির জানলে পরে
চাররঙ যায় আপনি সরে
শেষে আবার লালরঙ ধরে
তারে কি হাতে ধরা যায়।।

নফ্‌সের জ্যোতি আসলে পরে
বিজলীর চটক ঝরে
সেই নফ্‌স সাধন না করে
তারে কি সাধক বলা যায়।।

আদ্যরূপ পুরা নফ্‌স জারি
সামাল হলে হয় ফকিরী
লালন বলে হায় কী করি
বলো কোথা যাই।।

(সাধকদেশ)

মোশাহেদা: বিয়ের ধ্যান।
মোরাকাবা: আকারের ধ্যান।
ইরফান: পরিচয়জ্ঞান।
আবির কুবির: ধ্যানলোকে মনোজাগতিক বিশেষ বর্ণ বা রশ্মি।