ফেরেব ছেড়ে করোরে ফকিরী।
দিন তোমার হেলায় হেলায়
হলো আখেরী।।
ফেরেব ফকিরের ধারা
দরগা নিশান ঝাণ্ডা পাড়া
গলায় বেঁধে হড়া মড়া
শিরনি খাওয়ার ফিকিরী।।
আসল ফকিরী মতে
বাহ্য আলাপ নাহি তাতে
চলে শুদ্ধ সহজ পথে
গোবধের চটক ভারি।।
নাম গোয়ালা কাজী ভক্ষণ
তোমার দেখি তেমনি লক্ষণ
সিরাজ সাঁই কয় অবোধ লালন
সাধুর হাটে করো চাতুরী।।
(প্রবর্তদেশ)
আখেরী: শেষ দিন ঘনিয়ে আসা, জন্মচক্রে আবদ্ধ হয়ে পড়া।