ফকিরি করবি ক্ষ্যাপা কোন রাগে

ফকিরি করবি ক্ষ্যাপা কোন রাগে।
আছে হিন্দু মুসলমান
দুই ভাগে।।

বেহেস্তের আশায় মোমিনগণ
হিন্দুদের স্বর্গেতে মন
বেহেস্তের মুখ ফাটক সমান
শরায় ভার তাই লাগে।।

ফকিরি সাধন করে
খোলাসা রয় হুজুরে
টল কি সে অটল মোকাম
লেহাজ করে জানো আগে।।

অটলপ্রাপ্তি কিসে হয়
মুর্শিদের ঠাঁই জানিতে হয়
সিরাজ সাঁই কয় লালন ভেড়ো
ভুগিসনে ভবের ভোগে।।

(প্রবর্তদেশ)

ফাটক: প্রতিবন্ধক, বাধা বিপত্তি।
খোলাসা: রহস্যাবৃত।