ঘরের চাবি পরের হাতে

ঘরের চাবি পরের হাতে।
কেমনে খুলিয়ে সে ধন
দেখব চক্ষেতে।।

আপন ঘরে বোঝাই সোনা
পরে করে লেনাদেনা
আমি হলাম জনম কানা
পাই দেখিতে।।

রাজী হলে দারোয়ানী
দ্বার ছাড়িয়ে দিবেন তিনি
তাঁরে বা কই চিনি মানি
বেড়াই কুপথে।।

এই মানুষ আছেরে মন
যাঁরে বলে মানুষ রতন
লালন বলে পেয়ে সে ধন
পাই চিনিতে।।

(সাধকদেশ)

ঘরের চাবি: দেহের দুয়ার।