গোসাঁই ভাব যেহি ধারা

গোসাঁই ভাব যেহি ধারা,
আছে সাধুশাস্ত্রে তার প্রমাণ
শুনলেরে জীবন অমনি হয় সারা।
যে মরার সঙ্গে ভাবে মরে
রূপ সাগরে ডুবতে পারে সুভাবুক তারা।।

দুগ্ধে-ননীতে মিশালে সর্বদা
মৈথুনদণ্ডে করে আলাদা আলাদা
মনরে তেমনি ভাবের ভাবে, সুধাবিধি পাবে
মুখের কথায় নয়রে সে ভাব করা।।

অগ্নি যৈছে ঢাকা ভষ্মের ভিতরে
সুধা তেমনি আছে গরলে হলো করে
কেউ সুধার লোভে যেয়ে, মরে গরল খেয়ে
মন্থনের সুতাক জানে না তারা।।

যে স্তনেতে দুগ্ধ খায়রে শিশু ছেলে
জোঁকের মুখে সেখা রক্ত এসে মেলে
অধীন লালন ফকির বলে, বিচার করিলে
কুরসে সুরস মেলে সেই ধারা।।

(সাধকদেশ)

সুতাক: সুচারুভাবে স্তর উন্নীত করা।
কুরসে সুরস: বিষয় বা বস্তুর মধ্যে নিহিত জ্ঞান বা গুণ।