গৌর কি আইন আনিলেন নদীয়ায়

গৌর কি আইন আনিলেন নদীয়ায়
এ তো জীবের সম্ভব নয়।
আকা1 আচার আকা বিচার
দেখে শুনে লাগে ভয়।।

ধর্মাধর্ম বলিতে
কিছুমাত্র নাইকো তাতে
প্রেমের গুণ গায়;
জেতের বোল রাখলো না সে তো
করলো একাকারময়।।

শুদ্ধ-অশুদ্ধ নাই জ্ঞান
সাতবার খেয়ে একবার স্নান
করে সদাই;
অসাধ্যকে সাধন করে
জীবে যা না ছোঁয় ঘৃণায়।।

যমন ছিলো দবির খাস
তাঁরে প্রভু পদে দাস
করলো গৌর রাই;
লালন বলে মোমিনবংশে
জামালকে বৈরাগ্য দেয়।।

(গৌরলীলা)

আন্‌কা: নতুন।
জেতের: জাতের।
মোমিনবংশে জামাল: সত্যদ্রষ্টা গুরুর ঔরসে বা আদর্শিক বলয়ে জন্মগ্রহণকারী পরিশুদ্ধ এক ধৈর্যশীল মহাপুরুষ।