গৌরপ্রেম করবি যদি ও নাগরী
কূলের গৌরব আর কর না।
কূলের লোভে মান বাড়াবি, কূল হারাবি
গৌরচাঁদ দেখা দেবে না।।
ফুল ছিটাও বনে বনে, মনে মনে
বনমালি ভাব জান না;
চৌদ্দ বৎসর বনে বনে, রামের সনে
সীতা লক্ষণ এই তিনজনা।।
যতসব টাকাকড়ি, এ ঘরবাড়ি
কিছুই তো সঙ্গে যাবে না;
কেবল পাঁচ কড়াকড়ি, কলসি দড়ি
কাঠখড়ি আর চট বিছানা।।
গৌরের সঙ্গে যাবি দাসী হবি
এটাই মনে কর বাসনা;
লালন কয় মানে প্রাণে, একই টানে
এই পিরীতে খেদ মেটে না।।
(গৌরলীলা)