গুণে পড়ে সারলি দফা

গুণে পড়ে সারলি দফা
করলি রফা গোলেমালে।
খুঁজলি নে মন কোথা সে ধন
ভাজলি বেগুন পরের তেলে।।

করলি বহু পড়াশুনা
কাজের বেলায় ঝলসে কানা
কথায় তো চিড়ে ভেজে না
জল কিংবা দুধ না দিলে।।

আর কি হবে এমন জনম
লুটবি মজা মনের মতন
বাবার হোটেল ভাঙ্গবে যখন
খাবি তখন কার বাসালে।।

হায়রে মজা তিলে খাজা
খেয়ে দেখলিনে মন কেমন মজা
লালন কয় বিজাতের রাজা
হয়ে রইলি চিরকালে।।

(স্থূলদেশ)


Warning: Array to string conversion in /homepages/46/d530413940/htdocs/prokashoni.net/wp-content/themes/prokashoni/single-bangla.php on line 60