গুরু ধরো করো ভজনা

গুরু ধরে করো ভজনা।
তবে হবে তোর সাধনা।।

তোমার বাড়ি হয় কাচারী
হাকিম হলো খোদ বাড়ি
বেলায়েত হয় জজ কোর্ট ফৌজদারি
উকিল ব্যাঁরিস্টার এই ছয়জনা।।

বিসমিল্লার পর হবে আপিল
ইল্লাল্লাতে জামিন দাখিল
এই মামলায় করো না গাফিল
খালাস করবে গুরুজনা।।

পিছে আছে ছয়জন আমলা
তারাই বাদী বাঁধায় মামলা
খেয়েছো কি রস লেবু কমলা
এই মামলায় খালাস পাবা না।।

লালন বলে দৌঁড়াদৌঁড়ি
বন্ধ আছে মায়াবড়ি
কার জন্য বা এ ঘরবাড়ি
বলতে আমার বাক সরে না।।

(প্রবর্তদেশ)