গুরু দোহাই তোমার মনকে আমার

গুরু দোহাই তোমার মনকে আমার
লওগো সুপথে।
তোমার দয়া বিনে চরণ
সাধবো কী মতে।

তুমি যাঁরে হও গো সদয়
সে তোমারে সাধনে পায়
দেহের বিবাদীগণ স্ববশে রয়
তোমার কৃপাতে।।

যন্তরে যন্তরী যেমন
যে বোলি বাজাও বাজে তেমন
তমনি যন্তর আমার এমন
বোল তোমার হাতে।।

জগাই মাধাই দস্যু ছিলো
তাহে প্রভুর দয়া হলো
লালন পথে পড়ে রইলো
সেই আশাতে।।

(সাধকদেশ)

জগাই মাধাই: মদ্যপ ও অত্যাচারী দুই ভাই নদীয়ায় মহাপ্রভু শ্রীচৈতন্যকে আঘাত ও অপমান করলেও মহাপ্রভু তাদের প্রতি সদয় হয়ে, মম করে ভক্ত হিসেবে আশ্রয় দেন