গুরু রূপের পুলক দিচ্ছে ঝলক

গুরু রূপের পুলক দিচ্ছে ঝলক
যার অন্তরে।
কীসের একটা ভজন-সাধন
লোক জানাতে করে।।

বকের ধরন করণ তার হয়
দিক ছাড়া রূপ নিরিখে সদাই
পলক ভরে ভব পারে যায়।
সেই নিরিখ ধরে।।

জান্তে গুরু না পেলে হেথা
ম’লে পাব কথারি কথা
সাধকজনে বর্তমানে
দেখে ভজে তাঁরে।।

গুরুভক্তির তুল্য দিবি কী
যে ভক্তিতে সাঁই থাকে রাজী
লালন বলে গুরুরূপে
নিরূপ মানুষ ফেরে।।