গুরু সুভাব দাও আমার মনে

গুরু সুভাব দাও আমার মনে।
তোমার চরণ যেন ভুলিনে।।

তুমি নিদয় যার প্রতি
তাঁর সদাই ঘাটে কুমতি
তুমি মনোরথের সারথি
যথা নাও যাই সেখানে।।

গুরু তুমি মনের মন্তরী
গুরু তুমি তন্ত্রের তন্তরী
গুরু তুমি যন্ত্রের যন্তরী
বাজা বাজবে কেনে।।

আমার জন্য অন্ধ মন-নয়ন
গুরু তুমি বৈদ্য সচেতন
চরণ দেখবো আশায় কয় লালন
জ্ঞান-অঞ্জন দাও নয়নে।।

(সাধকদেশ)

সারথি: রথের পরিচালক।