গুরু তুমি পতিতপাবন পরম-ঈশ্বর

গুরু তুমি পতিতপাবন পরম-ঈশ্বর।
অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর।।

ব্রহ্মা বিষ্ণু শিবে তিনে
ভজে তোমায় নিশিদিনে।
আমি জানি নাকো তোমা বিনে
গুরু তুমি পারাৎপর।।

ভজে যদি না পাই তোমায়
এ দোষ আমি দেবো বা কার
আমার নয়ন তোমার উপর
যা করো তুমি এবার।।

আমি লালন এক শিরে
ভাই বন্ধু নাই আমার জোড়ে
ভুগেছিলাম পক্সজ্বরে
মলম শাহ্ করেন উদ্ধার।।

(সাধকদেশ)

অখণ্ড মণ্ডলাকারং: বতাহীন মণ্ডল আকার, সম্পূর্ণ বৃত্তাকার, নিরবিচ্ছিন্ন চক্রাকার বা গোলাকারবৃত্ত।
ব্যাগুং: বিস্তৃত, ছড়ানো ছিটানো।
ব্রহ্মা: সৃষ্টিকর্তা, শিব এবং বিষ্ণুর সমকক্ষ দেবতা।
বিষ্ণু: পালনকর্তা।
শিব: মহাদেব, মহেশ্বর, সংহার তথা মৃত্যুর দেবতা।