গুরুপদে ডুবে থাকরে আমার মন।
গুরুপদে না ডুবিলে
জনম যাবে অকারণ।।
গুরুশিষ্য এমনি ধারা
চাঁদের কোলে থাকে তারা
আয়নাতে লাগিয়ে পারা
দেখে ত্রিভুবন।।
শিষ্য যদি হয় কায়েমি
কর্ণে দেয় তাঁর মন্ত্রদানি
নিজরূপে হয় চক্ষুদানি।
নইলে অন্ধ দু নয়ন।।
ঐ দেখা যায় আনুকা নহর
অচিন মানুষ অচিন শহর
সিরাজ সাঁই কয় লালনরে তোর
জনম গেলো অকারণ।।
(প্রবর্তদেশ)
ত্রিভুবন: স্বর্গ, মর্ত্য পাতাল।
আন্কা নহয়: নতুন প্রবাহ, জ্ঞানপ্রবাহ।