গুরুর চরণ অমূল্য ধন বাঁধ ভক্তিরসে

গুরুর চরণ অমূল্য ধন বাঁধ ভক্তিরসে।
মানব জনম সফল হবে
গুরু উপদেশে।।

হিংসা নিন্দা তুমঃ ছাড়ো
মরার আগেতে মরো
তবে যাবে ভব পার
ঘুচবে মনের দিশে।।

ষোলকলা পূর্ণরতি
হতে হবে ভাব প্রকৃতি
গুরু দিবে পূর্ণরতি
হৃৎ কমলে বসে।।

পারাপারের খবর জানো
জেনে মহৎ গুরুকে মানো
লালন কয় ভাবছ কেন
পড়ে মায়ার ফাঁসে।।

(প্রবর্তদেশ)