গুরুর দয়া যারে হয় সে-ই জানে

গুরুর দয়া যাঁরে হয় সে-ই জানে
কীরূপে সাঁই বিরাজ করে
দেই ভুবনে।।

শহরে সহস্র পাড়া
তিনটি পথ তার এক মাহেড়া
আলক সওয়ার পবন ঘোড়া
ফিরছে সেইখানে।।

জলের বিম্বু আলের উপর
অখণ্ড প্রলয়ের মাঝার
যার বিন্দুতে হয় সিন্ধুর আকার
ধারা বয় ত্রিণে।।

কয়বার করলি আসাযাওয়া
নিরূপণ কি করলি তাহা
লালন বলে কে দেয় খেওয়া
তাঁরে লও চিনে।।

(সাধকদেশ)

তিনটি পথ এক মাহেরা: তিন পথের মিলন বিন্দু, ত্রিবেনী সঙ্গম।
বিম্বু: ফোটা, বিন্দু বর্ষণ।