হাতের কাছে মামলা থুয়ে
কেন ঘুর বেড়াও ভেয়ে।
ঢাকা দিল্লি লাহোর শহর
খুঁজলে মেলে এই ঠাঁইয়ে।।
মনের ধোকায় যেথায় যাবি
ধাক্কা খেয়ে হেথায় ফিরবি
এমনিভাবে ঘুরতে হবে
দেহের খবর নাহি পেয়ে।।
গয়া কাশী মক্কা মদিনা
বাইরে খুঁজে ফাক্কায় পড় না
দেহরতি খুঁজলে পাবি
সকল তীর্থের ফল তাইয়ে।।
দেখ দেখি অবোধ মন আমার
অবিশ্বাসে ধনপ্রাপ্তি হয় কার
বিশ্বাসের মন, নিকটে পায় ধন
লালন ফকির যায় কয়ে।।
(প্রবর্তদেশ)
গয়া: বৌদ্ধধরে তীর্থ স্থান।
কাশী: সনাতন ধর্মের তীর্থ স্থান।
মক্কা: নলি মোহাম্মদের (আ.) জন্মস্থান।
মদিনা: নবির আশ্রয়স্থল ও প্রতিষ্ঠিত প্রথম রাজ্য।