হক নাম বল রসনা

হক নাম বল রসনা।
যে নাম স্মরণে যাবে জঠর যন্ত্রণা।।

শিয়রে শমন বসে
কখন যেন বাঁধবে কষে
ভুলে রইলি বিষয় বিষে
দিশে হল না।।

কয়বার যেন ঘুরে ফিরে
মানব জনম পেয়েছরে
এবার যেন আলস্য করে
সে নাম ভুলো না।।

ভবের ভাই বন্ধু আদি
কেউ হবে না সঙ্গের সাথী
লালন বলে গুরুরতি
কর সাধনা।।

(স্থূলদেশ)