যা যা ফানার ফিকির জানগে যারে।
যদি দেখতে বাঞ্ছা হয় সে চাঁদেরে।।
জানিলে ফানার ফিকিরী
তার আর কিসের ফিকির কিসের ফকিরী
নিজে হও ফানা, ভাবো রব্বানা
দেখে শমন যাবে ফিরে।।
নিজের রূপ মুর্শিদের রূপ মাঝার
আগে ফানার বিধি জানো মন আমার
পিছে মুর্শিদরূপ মনরে আমার
মিশাও সাঁইর অটল নূরে।।
ফানার ফিকির মুর্শিদের ঠাঁই
তাইতে মুর্শিদ-ভজন আইন ভেজিলেন সাঁই
সিরাজ সাঁইয়ের কৃপায় অধীন লালন কয়।
যাজন কষ্ট সাঁইয়ের ঘরে।।
যাজন কষ্ট: দেহের চাহিদা বহির্ভূত আত্মদর্শনের কষ্টকর সাধনা।