জাল ফেলে মাছ ধরবে যখন

জাল ফেলে মাছ ধরবে যখন।
কাতলা পোনা চুনো-চানা।
কেউ বাকি থাকে না তখন।।

হাডুম হুড়ুম দাডুম হুড়ুম
লাফালাফি করছো এখন।
আসছে শমন জেলে, খেপলা ফেলে
করে তুলে খালুই পূরণ।।

অগাধ জলে হেসে ভেসে।
উল্লাসে কাল করছে যাপন।
রাজার হুকুম হলে, আর কি চলে
শুনবে না সে কারো বারণ।।

সংসার জলে নানাবিধ
হইয়াছে মীনের গঠন।
ও তাই ভাবছি আমি, জগৎ স্বামী
একটা কেউ নহে বিস্মরণ।।

অধীন লালনের এই নিবেদন
ধরি সিরাজ সাঁইয়ের চরণ।
শমন ভয় এড়াবে, শান্তি পাবে।
পাপের পথে না করলে গমন।।

(সাধকদেশ)