জ্বাল ঘরে চটিলে হয় সে জাতনাশা

জ্বাল ঘরে চটিলে হয় সে জাতনাশা।
তার কি ছাড় আশার আশা।।

হাঁড়ি চটে কেউ রয়
মনে দেখে ধোঁকা হয়
বুঝি পূর্বেকার ফেরে ফোরে
গড়ে সেরে, তলা ফাঁসা।।

ও সে পোড়া চাড়াকে
চার যুগে মিশে না খাকে
গুরুত্যাগী মনবিবাগী
তার তো ঘটে সেই দশা।।

কেউ কুমারকে দোষায়
কেউ মাটি খারাপ কয়
লালন বলে পাগলা ছলে
বোঝা কঠিন সাধ-ভাষা।।

(প্রবর্তদেশ)