জানগে যা সেই রাগের করণ

জানগে যা সেই রাগের করণ।
যাতে কৃষ্ণবরণ হলো
গৌরবরণ।।

শতকোটি গোপী সঙ্গে
কৃষ্ণপ্রেম রসঙ্গে
সে যে টলের কার্য নয়
অটল না বলয়
সে আর কেমন।।

রাধাতে যে ভাব কৃষ্ণে
জানে না তা গোপীগণে
সে ভাব না জেনে
সে সঙ্গ কেমনে
পাবে কোনজন।।

শম্ভুরসের উপাসনা
জানিলে রসিক হয় না
লালন বলে সে যে
নিগূঢ় করণ ব্রজে
অকৈতব ধন।।

(প্রবর্তদেশ)

শম্ভুরস: আধ্যাত্মিক সাধন জগতে গুরুর উন্নততর আতিচেতন স্তর বা বিশেষ ভাববলয়।