জানগে মানুষের করণ কিসে হয়

জানগে মানুষের কারণ কিসে হয়।
ভুলো না মন বৈদিক ভোলে
সহজ রাগের ঘরে বয়।।

ভাটি স্রোত যার ফেরে উজান
তাইতে কি হয় মানুষের করণ
পরশনে না হলে মন
দরশনে কী পায়।।

টলটল করণ যাঁহার
পরশগুণ কই মেলে তাঁর
গুরুশিষ্য যুগ যুগান্তর
ফাঁকে ফাঁকে রয়।।

লোহায় সোনা পরশ স্পর্শে
মানুষের কারণ তেমনি সে
লালন বলে হলে দিশে
জঠর জ্বালা যায়।।

(সাধকদেশ)