জানগে নূরের খবর যাতে নিরঞ্জন ঘেরা।
নূর সাধিলে নিরঞ্জনকে যাবেরে ধরা।।
নূরে নর জন্ম হয়
সে নূরে ঘটলো অটলময়
একাঙ্গুরা,
সেই নূরেতে মোকাম মঞ্জিল
উজালা করা।।
আছে নূরের শ্রেষ্ঠ নূর
জানে সদাই সুচতুর
জীব যাঁরা,
সেই নূরের হিল্লোলে বর্ত্ত হয়
নূর জহরা।।
নিভবে যেদিন নূরের বাতি
ঘিরবে এসে কালদ্যূতি
চৌ মহলা,
লালন বলে থাকবে পড়ে
খাকের পিঞ্জিরা।।
(নূরতত্ত্ব)
একাঙ্গুরা: এক আঙুল সমান।
খাকের পিঞ্জিরা: মাটির স্থূলদেহ।