জানগে পদ্ম নিরূপণ

জানগে পদ্ম নিরূপণ।
কোন পদ্মে জীবের স্থিতি
কোন পদ্ম কেমন বরণ।।

আড়া পদ্মের কুড়া ধরে
ভৃঙ্গরতি চলেফেরে
সে পদ্মে কোন দলের পরে
বিকশিত হয় কখন।।

গুরুমুখে পদ্মবাক্য
হৃদয়ে যার হয়েছে ঐক্য
জানে সে সকল পক্ষ
কহে দীনহীন লালন।।

(সাধকদেশ)