জানো নারে পরমকারণ

জানো নারে পরমকাণ
শ্যামা শূদ্রমেয়ে নয়।
সে ঘেরি করিয়ে কখনো কখনো
পুরুষ হয়।।

কভু হয় হরা কভু হয় হরি
কখনো হয় মা ধনুকধারী
কভু সরস্বতী কভু লক্ষ গোপী
কখনো কখনো জানকী হয়।।

কভু বৃন্দাবনে রাখালেরই সনে
কাননে ধেনু চরায় কভু কুঞ্জবনে
কড় বৃন্দাবনে আসি, বাজায় বাঁশী
ব্রজজনার মন হরে নেয়।।

যে ভাবে যে করে ভজন
সে সেইভাবে পায় দর্শন
তাই জেনে ফকির লালন ভণে
তুলনায় সেরূপ লুকায়ে দেখায়।।

(কৃষ্ণলীলা)

সরস্বতী: বিদ্যাদেবী।
জানকী – সীতার অন্য নাম, জনক রাজার কন্যা।