জানতে হয় আদম সফির আদ্যকথা।
দেখে আজাজিল সেরূপ
কীরূপ আদম গঠলেন সেথা।।
আনিয়ে জেদ্দার মাটি
গঠলেন বোরখা পরিপাটি
মিথ্যা নয় সে কথা খাঁটি
কোন চিজে তাঁর গঠলেন আত্মা।।
সেই যে আদমের ধড়ে
অনন্ত কুঠরী গড়ে
মাঝখানে হাতনে কল জুড়ে
কীর্তিকর্মা বসলেন সেথা।।
আদমি হইলে আদম চেনে
ঠিক নামায় সে দেল কোরান
লালন কয় সিরাজ সাঁইর গুণে
আদম অধর ধরার সূতা।।
(সাধকদেশ)
আদম সফি: আদম সফিউল্লাহ একজন সমক গুরু বা কামেল মোর্শেদ।
অনন্ত কুঠরী: মানব মস্তিষ্কের প্রকোষ্ঠসমূহ।
মাসখানে হাতনে কল: দুই ভ্রূর কেন্দ্রভাগে কাপালের সম্মুখস্থ ধর্ম মন্দির, ত্রিবেণী সঙ্গলস্থল।
দেল কোরান: আত্মতত্ত্ব, আত্মদর্শন বা জ্বীবন্ত কোরান।