যাঁরে ভাবলে পাপীর পাপ হরে।
দিবানিশি ডাকো তাঁরে।।
গুরুর নাম সুধাসিন্ধু
পান করো তাঁহাতে বিন্দু
সখা হবে দীনবন্ধু
তৃষ্ণাক্ষুধা রবে নারে।।
যে নাম প্রহাদ হৃদয়ে ধরে
অগ্নিকুণ্ডে প্রবেশ করে
কৃষ্ণ নরসিংহ রূপধারণ করে
হিরণ্যকশিপুকে মারে।।
ভাবলি না শেষের ভাবনা
মহাজনের ধন ষোলআনা
লালন বলে মন রসনা
একদিনও তা ভাবলি নারে।।
(প্রবর্তদেশ)
হিনর্যকশিপু: ভক্ত প্রহলাদের পিতা, রাক্ষস রাজা।
Warning: Array to string conversion in /homepages/46/d530413940/htdocs/prokashoni.net/wp-content/themes/prokashoni/single-bangla.php on line 60