যে দুঃখ আছে মনে ওরে ও ভাই ছিদাম

যে দুঃখ আছে মনে ওরে ও ভাই ছিদাম।
সেই দুঃখের দুখ না হলো সুখ
তাইতে নদেয় এলাম।

যদি দেখা পাইতাম হারে
সকল কথা কইতাম তারে
ওরে কইতাম;
বড় আশা ও ভাই সখা
আমি তাইতে আসিলাম।।

শোনরে ভাই ছিদাম নফর
দুঃখ শুনে কাজ নাই তোর
নাই আমার স্থান;
নূতন সাধন করবো এখন
তাইতে ডোর কোপিন পরিলাম।।

দেবের দেব বাঞ্ছা সে ধন
কোথায় গেলে পাবো এখন
বলো ভাই সুদাম;
লালন সেই আশায় আছে
আজ যদি তাঁরে পেতাম।।

(কৃষ্ণলীলা)