যে জানে ফানার ফিকির সেই তো ফকির।
ফকির হয় কি করলে নাম জিকির।।
আছে কয় মতো ফানার করণ
জানতে হয় তার বিবরণ
ফানা ফি গেলো ফানা ফির
রসুল আখির।।
আখের অকারণ হবি ফানা
প্রাপ্ত পানা তাও হলো না
মুড়াও মাথা জেনে শুনে
ফকিরী পথ কর জাহির।।
ফানা হয় মুর্শিদের পদে
মওলারে পায় অনা’সে
সিরাজ সাঁই কয় লালন তোমার
ফকিরী নয় ফাঁক ফিকির।।
(সাধকদেশ)
ফকির: ফে + ক + ইয়া + রে = ফকির। আল্লাহর ছয়টি কাশক্তি অর্জনে যিনি বাজি থাকেন।
ছয়টি কাশক্তি হলো:
কাইয়মুন = চিরস্থায়ীত্ত্বের শক্তি।
কুদুসুন = দুর্বল ও অধঃপতিতকে উন্নত মর্যাদাদানকারী শক্তি।
কাবিউন = চিরঞ্জীব শক্তির উৎস।
কাদিরুন = সুপরিমিতিদানকারী, কর্মবৃত্ত দানকারী শক্তি।
কাহ্হারুন = অপ্রতিহত ক্ষমতা, মৃত্যুদানকারী শক্তি।
কাবিদু = নিয়ন্ত্রক শক্তি।