যে জন গুরুর দ্বারে জাত বিকিয়েছে

যে জন গুরুর দ্বারে জাত বিকিয়েছে।
তার কি আর জাতের ভয় আছে।।

সূতার টানে পুতুল যেমন
নেচে ফেরে সারা জনম
নাচায় বাঁচায় সেহি একজন
গুরু নামে জগত জুড়েছে।।

গুরুমাখা ত্রিজগতময়
হাসিকান্না স্বর্গনরক হয়
উত্তমম্লেচ্ছ কারে বলা যায়
দেখ গভীরেতে বুঝে।।

সকল পূণ্যের পূণ্যফল
গুরু বিনে নাই সম্বল
লালন কয় তার জনম সফল
যে জন গুরুধন পেয়েছে।।

(সাধকদেশ)